নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ নভেম্বর৷৷ গোমতীর জলে মালবাহী ম্যাক্সি গাড়ি পড়ে গুরুতর আহত তিন জন৷ এর মধ্যে সংকটজনক একজন৷ ঘটনা, রবিবার বেলা আনুমানিক একটায় উদয়পুর পিত্রা পুলিশ ফাঁড়ির অন্তর্গত ফোটামাটি এলাকায়৷ ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/ACCIDENT.jpg)
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বেলা আনুমানিক একটায় উদয়পুর থেকে ফোটামাটি হয়ে মহারানীর দিকে একটি ম্যাক্সি ট্রাক প্লাস্টিকের বিভিন্ন জিনিষ নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় ফোটামাটি দক্ষিণ পাড়স্থিত সরকার বাড়ির সামনে হঠাৎই ইটের সলিং রাস্তা থেকে দুর্ঘটাগ্রস্ত হয়ে গোমতীর জলে পড়ে যায়৷ প্রত্যক্ষ্যদর্শীরা তা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে গোমতীর জল থেকে গাড়ির মধ্যে থাকা তিনজনকে জল থেকে উদ্ধার করে স্থানীয় গাড়ি করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷
এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ এই এলাকা দিয়ে সবসময়ই গাড়ি চলাচল করে তবে এই প্রথম এতবড় দুর্ঘটনা সংগঠিত হয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী কার্তিক দেবনাথ৷