ছাত্র-ছাত্রীদের দেশ ও সমাজ সম্পর্কে সচেতন হতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ আজকের ক্লাসরুমে বিকশিত হচ্ছে আগামীদিনের দেশ ও সমাজ গঠনের কারিগররা৷ তাই পাঠ্যপুস্তকের পড়াশুনার পাশাপাশি ছাত্র সমাজকে পারিপার্শ্বিক অবস্থা, দেশ, সমাজ সম্পর্কে সচেতন হতে হবে৷ আজ সুুকান্ত একাডেমী অডিটোরিয়ামে এস সি ই আর টি আয়োজিত রাজ্যভিত্তিক লোকনৃত্য এবং ভূমিকা নাটক প্রতিযোগিতা ২০১৯-এর উদ্বোধন করে একথাগুলো বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ উল্লেখ্য, রাজ্যের ৮টি জেলা থেকে উভয় বিভাগের মোট ১৬টি দল আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷

দুই বিভাগের বিজয়ী দু’টি দল জাতীয়স্তরের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবে৷ বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশ ও সমাজকে ভালবাসতে হবে৷ সকলকেই নিজের দেশের লোকসংসৃকতি, ঐতিহ্য সম্পর্কে সাম্যক ধারণা থাকবে হবে৷ নিজের সংসৃকতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে৷ কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না৷ প্রকৃত শিক্ষার অর্থ হল জ্ঞান অর্জন করা৷ আর এই জ্ঞানই জীবনযুদ্ধে মানুষকে সদা সাহায্য করে চলে৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এস সি ই আর টি’র অধিকর্তা উত্তম কুমার চাকমা বলেন, ছাত্র-ছাত্রীদের প্রতিভার স্ফুরণে এই ধরণের অনুষ্ঠান সহায়ক ভূমিকা পালন করবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা পর্ষদের ভাইস চেয়ারম্যান ড. অরুণোদয় সাহা ও ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা৷ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *