অভয়াপুরিতে নৃশংসভাবে খুন বিজেপি কার্যকর্তা, সেতুর নীচে উদ্ধার লাশ

অভয়াপুরি (অসম), ১৮ নভেম্বর (হি.স.) : বঙাইগাঁও জেলার অভয়াপুরিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন বিজেপির স্থানীয় কার্যকর্তা। নিহতকে কানাইলাল সরকার বলে শনাক্ত করা হয়েছে। তাঁর বাড়ি অভয়াপুরি বাজার এলাকার লেংটিশিঙায়। বাড়ির কাছেই সংগঠিত হয়েছে এই ঘটনা। সোমবার সকালে তাঁর মৃতদেহ একটি সেতুর নীচে থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্তে নামলেও আততায়ীদের এখনও হদিশ পায়নি।

প্রাপ্ত খবরে প্রকাশ, অন্যদিনের মতো রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন কানাইলাল। রাত হয়ে গেছে, তবু বাড়ি ফিরছেন না দেখে পরিবারের মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে। না, গোটা রাতই তিনি বাড়ি ফিরেননি। রাত থেকে সম্ভাব্য নানা জায়গায় তাঁর খোঁজখবর করতে থাকেন বাড়ির সদস্যরা। তাঁর মোবাইল ফোনেও যোগায়োগের চেষ্টা করা হয়েছে। কিন্তু মোবাইল ছিল সুইচডঅফ।

অবশেষে আজ সকালে অভয়াপুরি-হাজো পূর্ত সড়কের ধৰ্মপুরে একটি পাকা সেতুর নীচে এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেন প্রত্যদর্শীরা। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে লাশটি শনাক্ত করে উদ্ধার করেন। ইত্যবসরে খবর যায় তাঁর বাড়িতে। বাড়ির মানুষ গিয়ে মৃতদেহটি দেখে শোকে ভেঙে পড়েন।

পুলিশ জানিয়েছে, কানাইলালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। খুন করে সেতুর নীচে ফেলে গেছে দুষ্কৃতীরা। তাঁর শরীরের বেশ কয়েকটি জায়গায় দায়ের কোপ মারা হয়েছে। কানাইলালকে খুনের মোটিভ কী এখনও বুঝতে পারছে না। কেননা, তার হেফাজত থেকে নগদ টাকা ও মোবাইল হ্যান্ডসেটও ছিনিয়ে নিয়ে গেছে দুষ্কৃতীরা। ঘটনা সংক্রান্ত এক মামলা রুজু হয়েছে। আততায়ীদের ধরতে পুলিশ জোরদার অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *