জয় হল সত্যের, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুলের : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাফাল চুক্তি দুর্নীতির অভিযোগ তুলে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিল কংগ্রেস-সহ বিরোধীরা| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র আক্রমণ করেছিলেন তত্কালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| কিন্তু, বৃহস্পতিবার মোদী সরকারকে স্বস্তি দিয়ে, রাফাল মামলা পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট| সেই সঙ্গে সিবিআই তদন্তের দাবিও খারিজ করে দেওয়া হয়েছে| রাফালা মামলায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার পরই কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি জগত্ প্রকাশ নাড্ডা| নাড্ডা এদিন বলেছেন, ‘জয় হল সত্যের, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুল গান্ধীর|’

রাহুলকে আক্রমণ করে বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা এদিন বলেছেন, ‘রাস্তা থেকে সংসদ, রাহুল গান্ধী এবং তাঁর দল এই ইসু্যতে দেশকে বিভ্রান্ত করার জন্য প্রচুর চেষ্টা করেছিল| কিন্তু সত্যেরেই জয় হয়েছে| দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুল গান্ধীর|’ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাফাল মামলা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল বিরোধীরা| গত ১০ মে রায়দান স্থগিত রাখা হয়েছিল| বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, ‘এই মামলা পুনর্বিবেচনার আর্জির সারবত্তা নেই|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *