হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির শপথ ১৬ই, ভারপ্রাপ্ত চিফ জাস্টিস হলেন শুভাশিস তলাপাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ আগামী শনিবার ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন জাস্টিস অকিল কুরেশি৷ ওই দিন তাঁকে রাজ্যপাল রমেশ বাইশ পদ ও গোপনীতার শপথবাক্য পাঠ করাবেন৷ এদিকে, নতুন প্রধান বিচারপতির দায়িত্ব না নেওয়া পর্যন্ত ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন জাস্টিস শুভাশিস তলাপাত্র৷


বিচারপতি অকিল কুরেশির নিযুক্তি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রথমে তাঁকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল৷ কিন্তু কেন্দ্রীয় সরকার কলেজিয়ামকে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেছিল৷ ফলে, কলেজিয়াম বিচারপতি আকিল কুরেশিকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তির জন্য সুপারিশ করে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এই সুপারিশের ভিত্তিতে বিচারপতি কুরেশির নিযুক্তি নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছিল না৷
এদিকে, বিচারপতি কুরেশির নিযুক্তিতে বিলম্বের কারণে গুজরাট হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সুপ্রিমকোর্টে একটি আবেদন দাখিল করে৷ তাতে, বিচারপতি কুরেশির প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তিতে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপের আবেদন জানানো হয়৷

ওই মামলায় কেন্দ্রীয় সরকার জবাব দেওয়ার জন্য কিছু সময় চেয়ে নেয়৷ এরইমধ্যে কেন্দ্রীয় ন্যায় ও বিচারমন্ত্রক গত ৮ নভেম্বর বিচারপতি অকিল কুরেশিকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করে৷ ত্রিপুরা হাইকোর্ট সূত্রে খবর, আগামী ১৬ নভেম্বর প্রধান বিচারপতির দায়িত্ব সমঝে নেবেন আকিল কুরেশি৷


অন্যদিকে, ত্রিপুরা হাইকোর্টের বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এখন পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন৷ তিনি ত্রিপুরা ছেড়ে চলে যাওয়ার ফলে হাইকোর্টের প্রধান বিচারপতির পদ শূন্য হয়ে পড়ে৷ তাই কেন্দ্রীয় ন্যায় ও বিচারমন্ত্রক গতকাল ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দিয়েছে শুভাশিষ তলাপাত্রকে৷ পরবর্তী প্রধান বিচারপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *