নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ বিজেপি দলের অন্যতম পথ প্রদর্শক দত্তপন্থ ঠেংড়ীর জন্মশতবর্ষ উদ্যাপনের অঙ্গ হিসেবে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে রবিবার আগরতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ দত্তপন্থ ঠেংড়ী জন্ম শতাব্দী সমারোহে সমিতি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রবিবার আগরতলায় এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ আলোচনাচক্রে প্রধান এক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷
আলোচনায় অংশ নিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, দত্তপন্থ ঠেংড়ী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, কল্যান আশ্রম, বিদ্যার্থী পরিষদ, কর্মচারী সংঘ গড়ে তুলেছেন৷ তিনি তার বুদ্দিমত্তাকে সর্বত্র সঠিকভাবে কাজে লাগিয়েছেন৷ মেধা ও দেহ প্রত্যয়কে কাজে লাগিয়ে ভারতবর্ষের কৃষ্টি সংসৃকতির ভাবধারাকে এগিয়ে নিয়ে যাবার জন্য কাজ করে গেছেন৷ আমরা আজ যে ভারতবর্ষ দেখছি সেই ভারতবর্ষের রূপরেখা তৈরীর কারিগড়দের মধ্যে দত্তপন্থ ঠেংড়ী ছিলেন অন্যতম৷
তিনি ছিলেন একজন রাষ্ট্রপুরুষ৷ তিনি বেশকিছু সংখ্যক বইও লিখে গেছেন৷ ওইসব বই আমাদের জীবনধারা ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করার দিক নির্দেশ করে গেছেন৷ তখন এক মহামানবের জন্ম শতবর্ষ পালন করা হচেছ৷ ভারতীয় মজদুর সংঘ এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার সাংসদ প্রতিমা ভৌমিক তাদেরকে অভিনন্দন জানিয়েছেন৷