নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ ত্রিপুরায় রেল লাইনের ধারে ফের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তবে, রেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে নাকি তাকে খুন করা হয়েছে, তা নিয়ে পুলিশ দ্বন্দ্বে পড়েছে৷ আর কে পুর থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে খিলপাড়া রাজধর নগর এলাকায় রেল লাইনের ওপর এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/SUICIDE-DEATH.jpg)
তার নাম প্রসেনজিৎ নিয়োগি (৩৭)৷ সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশে খবর দেন৷ খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান৷ রেল লাইনের ওপর থেকে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়৷ আজ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷
এদিকে, এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় একাধিক প্রশ্ণ দেখা দিয়েছে৷ স্থানীয়দের বক্তব্য, রেল লাইনের ওপর যেভাবে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে, তাতে মনে হচ্ছে তাকে খুন করা হয়েছে৷ পুলিশ অবশ্য খুনের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না৷ ফলে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ওই ঘটনায় তদন্ত এগোবে বলে ধারণা করা হচ্ছে৷