চন্ডীগড়, ৬ নভেম্বর (হি.স.) : ফের পাকিস্তানের যাওয়ার অনুমতি চেয়ে বিদেশমন্ত্রীর কাছে আবেদন জানালেন কংগ্রেস বিধায়ক নভজোৎ সিং সিধু। আগামী ৯ নভেম্বর কর্তারপুর করিডোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি বিদেশমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে চিঠি দিয়ে এই আবেদন জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কর্তারপুর করিডরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/01/navojit-singh-sidhu.jpg)
নবজ্যোত সিং সিধু গত চারদিন আগে বিদেশ মন্ত্রী এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে পাকিস্তান যাওয়ার অনুমতি চেয়ে চিঠি লিখেছেন। কিন্তু সেই চিঠির কোন জবাব না পেয়ে তিনি বুধবার ফের আবেদন জানিয়েছেন। তিনি আবেদনে জানিয়েছেন, আগামী ৯ নভেম্বর সকাল সাড়ে নয়টায় কর্তারপুর থেকে তিনি পাকিস্তানে প্রবেশ করতে চান। এরপর তিনি গুরুদুয়ারা দরবার সাহিব (কর্তারপুর) দর্শন করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ওইদিন আবার সন্ধ্যে তিনি দেশে ফিরে আসবেন বলে তিনি লিখেছেন। তিনি আরও লিখেছেন, সম্ভব না হলে, তবে তিনি আগামী ৮ নভেম্বর ওয়াঘা সীমান্ত দিয়ে গুরুদুয়ারা দরবার সাহিব (কর্তারপুর) যাওয়ার অনুমতি চেয়েছেন। ৯ নভেম্বর উদ্বোধন অনুষ্ঠান শেষে দেশে ফিরবেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর কাছে পাকিস্তান যাওয়ার কোন ভিসা নেই।