আসামের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা মাছমারায়, তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ অসম থেকে কলা সংগ্রহে এসে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে৷ তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷


ঊনকোটি জেলার পেচারথল থানার অন্তর্গত মাছমারা এলাকায় সংগঠিত ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরবেলা অষ্টম শ্রেণির ১৪ বছরের নাবালিকা মেয়ে ও তার ঠাকুরমা বাড়িতে একা ছিলেন৷ নাবালিকা মেয়ের বাবা-মা উভয়েই সরকারি চাকরি করেন৷ তাই ওই সময় তাঁরা বাড়িতে ছিলেন না৷ ওইদিন দুপুর নাগাদ অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার অন্তর্গত আজিমপুর গ্রামের বাসিন্দা জনৈক এনামূল হক ওই এলাকায় আসে কলা কেনার জন্য৷ কলার খোঁজ করতে গিয়ে নাবালিকা মেয়েটির বাড়িতে উপস্থিত হয় সে৷ নাবালিকা ঠাকুমার কাছে কলার খোঁজ করে তাকে রবিবার আসতে বলে৷


পুলিশ জানিয়েছে, ওই সময়ে নাবালিকার কাছে এনামুল হক জল খেতে চায়৷ তাকে জল দিতে ভেতরে যেতেই নাবালিকার মুখে কাপড় গুঁজে দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে এনামূল৷ তখন নাবালিকা মেয়েটি চিৎকার শুরু করলে তার ঠাকুমা দৌড়ে ছুটে আসেন এবং চিৎকার শুরু করেন৷ তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং এনামূলকে হাতেনাতে ধরে ফেলেন৷ তাকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা৷


আজ পুলিশ তাকে কৈলাসহর আদালতে সোপর্দ করলে আদালত তাকে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ ওই ঘটনায় বহিরাগত ব্যবসায়ীদের বিষয়ে আর সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ৷