আগুনে পুড়ল জুয়েলারি দোকান, নাশকতার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷ আগুনে পুড়ে এক জুয়েলারি দোকান ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। নাশকতার আগুনে পুড়েছে তাঁর দোকান, অভিযোগ করেছেন জুষ়েলারির মালিক বাপন দেবনাথ। বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অধীন হাপানিয়া চৌমুহনি এলাকায় ওই স্বর্ণের দোকানে অগ্নিকাণ্ডের খোঁজ নিয়েছেন সিপিএম প্রার্থী বুল্টি বিশ্বাস। আমতলি থানার পুলিশও ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির হিসাব নিয়েছে।

এ-বিষয়ে জুয়েলারির স্বত্বাধিকারী বাপন দেবনাথ বলেন, নাশকতার আগুনেই পুড়েছে তাঁর দোকান। তাঁর দাবি, উপনির্বাচনে বাধারঘাট কেন্দ্রে ৬৬ নম্বর বুথে সিপিএমের পোলিং এজেন্টের দায়িত্ব পালন করায় দোকানে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। তিনি জানান, গতকাল দোকান খুলেননি। আজ সকালে সাড়ে পাঁচটা নাগাদ স্থানীয় জনগণ দোকানে আগুন লাগার খবর দিয়েছেন। খবর পেয়ে ছুটে গিয়ে দেখেন দোকানের প্রচুর জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, বেশিরভাগ রুপার গয়না পুড়ে নষ্ট হয়ে গেছে। তাছাড়া, দোকানের আসবাবপত্রও পুড়েছে।

বাপনের দাবি, সিপিএম সমর্থক হওয়ায় দুষ্কৃতকারীরা তাঁর দোকানে আগুন লাগিয়েছে। শাসক দলের দিকেই তিনি অভিযোগের আঙুল তুলেছেন। এ-বিষয়ে সিপিএম প্রার্থী বুল্টি বিশ্বাস বলেন, ভোটে জয়ী হয়েও শাসক দল সন্ত্রাসের পথ কেন বেছে নিচ্ছে, তা বুঝতে পারছেন না। আমতলি থানার পুলিশ জানিয়েছে, ওই দোকানে ক্ষয়ক্ষতির সমস্ত হিসাব নেওয়া হয়েছে। তাছাড়া, দোকানে আগুন কীভাবে লেগেছে তা তদন্ত করে দেখা হবে।