নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ দুর্গোৎসবকে ঘিরে ত্রিপুরায় বিদেশি মদের বেআইনি মজুত বাড়ছে৷ ফলে শুক্রবার আবগারি দফতরের অভিযানে প্রচুর বিদেশি মদ উদ্ধার হয়েছে৷ এদিকে, মদ পাচারে ব্যবহৃত গাড়ির চালক এবং সহ-চালক আবগারি দফতরের কর্মীকে আক্রমণ করে পালিয়ে যায়৷

আজ সকালে আবগারি দফতরের সিনিয়র ইন্সপেক্টর সনৎ দেওয়ানের নেতৃত্বে বিভাগীয় কর্মীরা বেআইনি বিদেশি মদ উদ্ধার অভিযানে নামেন৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা-মোহনপুর রাস্তায় তিনটি স্থানে ওত পেতে বসেন তাঁরা৷ তবে, গুর্খাবস্তি নেহরু পার্ক সংলগ্ণ ট্রাফিক পয়েন্টের সামনে মদ বোঝাই ট্রাক আটক করতে সক্ষম হন তাঁরা৷
আবগারি দফতরের সিনিয়র ইন্সপেক্টর সনৎ দেওয়ান বলেন, টিআর ০১ ওয়াই ১৬৮২ নম্বরের ট্রাক থেকে ৪৭ কার্টুন বিদেশি মদ, ৩৪ কার্টুন ক্যান বিয়ার এবং ১৫ কার্টুন বিয়ার উদ্ধার হয়েছে৷ তবে, ওই ট্রাকের চালক এবং সহ-চালক পালতে সক্ষম হয়েছে৷ তিনি জানান, ট্রাক আটক করার পর চালক এবং সহ-চালক পালানোর চেষ্টা করেছিল৷ তাদের আটক করতে গিয়ে আবগারি কর্মী তন্ময় আচার্য আক্রান্ত হয়েছেন৷ ওই দুজন তাঁকে রড দিয়ে প্রহার করে পালিয়ে যায়৷ সনৎবাবু জানান, তন্ময় আচার্যের মাথায় এবং ঘারে প্রচণ্ড আঘাত লেগেছে৷ তাঁকে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তিনি বলেন, পুজোর আগে এ-ধরনের অভিযান জারি থাকবে৷

