![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/11/15001500-5b429a6785f04b90b0ab3322dd799463-handcuffs-920c.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ ৩৩ বছর আগে নিজের মেয়েকে খুন করে গা ঢাকা দিয়েছিলেন এক রমণী৷ আজ শুক্রবার তাকে পুলিশ গ্রেফতার করেছে৷
পূর্ব আগরতলা থানার ওসি মানিক দাস জানিয়েছেন, ১৯৮৬ সালে পূর্ব ডুকলি এলাকার বাসিন্দা রঞ্জন বিশ্বাসের স্ত্রী ঝুলন বিশ্বাস বসাক (৫২) নিজের মেয়েকে খুন করেছিলেন৷ ওই ঘটনায় তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছিল৷ কিন্তু, ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দেন৷ ফলে এত বছর তাকে খুঁজে পাওয়া যায়নি৷
মানিক দাসের কথায়, কিছুদিন আগে গোপন সূত্রে খবর পাওয়া যায় ওই মহিলা পূর্ব ডুকলি এলাকায় আত্মগোপন করে রয়েছেন৷ তিনি বলেন, মহিলাটি নিজের মেয়ের বাড়িতে যাতায়াত করতেন সেই খবরের ভিত্তিতে গত চারদিন ধরে সাদা পোশাকে পুলিশ নজর রেখেছিল৷ অবশেষে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়েছে৷
তিনি জানান, ঘাতক মহিলাকে আদালতে সোপর্দ করা হবে৷ তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল, তাই তাকে এখন রিমান্ডে নেওয়ার আবেদন জানানোর প্রয়োজন নেই৷