কাশ্মীরের শান্তি বিঘ্নিত করতে অবিরাম প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান, মদত দিচ্ছে সন্ত্রাস-অনুপ্রবেশেও : ধিলোন

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (হি.স.): কাশ্মীর ইস্যুতে পাকিস্তান রীতিমতো উঠেপড়ে লেগেছে| ভূস্বর্গের শান্তি বিঘ্নিত করতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান| এমনকি ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশেও মদত দিচ্ছে পাকিস্তান| ৱুধবার উদ্বেগ প্রকাশ করে এমনই মন্তব্য করলেন চিনার কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ধিলোন| শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লেফটেন্যান্ট জেনারেল ধিলোন জানিয়েছেন, ‘কাশ্মীর উপত্যকার শান্তি বিঘ্নিত করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান| কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদীদের ঢোকাতে সমস্ত ধরনের প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান| গত ২১ আগস্ট দু’জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে| দু’জনই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত|’

গত ৬ আগস্ট পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছিলেন আসরার আহমেদ খান| দীর্ঘ দিন হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর মঙ্গলবারই মৃত্যু হয়েছে আসরার আহমেদ খানের| লেফটেন্যান্ট জেনারেল জানিয়েছেন, ‘গত ৬ আগস্ট পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছিলেন আসরার আহমেদ খান, মঙ্গলবার সৌরার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে| এর ফলে বিগত ৩০ দিনে কাশ্মীরে মৃত্যু হয়েছে পঞ্চম সাধারণ নাগরিকের| সন্ত্রাসবাদী, পাথর নিক্ষেপকারী এবং পাকিস্তানের হাতের পুতুলের জন্যই আসরারের মৃত্যু হয়েছে|’

এদিনই শ্রীনগরের পড়ুয়াদের সঙ্গেও কথা বলেছেন লেফটেন্যান্ট জেনারেল ধিলোন| পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে ধিলোন বলেছেন, ‘সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি| কঠোর নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করুন, মাদক থেকে দূরে থাকুন, বন্দুক থেকে দূরে থাকুন| পড়াশোনা মনোনিবেশ করুন, নিজের জন্য ভবিষ্যত তৈরি করুন| বাবা-মা এবং শিক্ষকদের গর্বিত করুন|’