মন্দার জের, সেপ্টেম্বর মাসে দুদিন উত্পাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.) : কর্মীকে ছাঁটাইয়ের পর এবার দুদিন উত্পাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মারুতি সুজুকি | বুধবার মারুতি সুজুকির পক্ষ থেকে জানান হয়েছে, সেপ্টেম্বর মাসের ৭ ও ৯ তারিখ গুরুগ্রাম ও মানেসরের কারখানায় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে উত্পাদন। খরচ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত। 

মন্দার বাজারে অস্তিত্ব টিকিয়ে রাখতে গত মাসে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নেয় মারুতি সুজুকি। কয়েকদিন আগেই প্রায় ৩,০০০ কর্মীকে ছাঁটাই করে মারুতি সুজুকি। এবার পরিস্থিতি সামাল দিতে উত্সবের মরসুমের আগে ২ দিনের জন্য উত্পাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তারা। বুধবার মারুতি সুজুকি জানিয়েছে, চলতি মাসের ৭ ও ৯ তারিখ গুরুগ্রাম ও মানেসরের কারখানায় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে উত্পাদন। খরচ কমানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত। 

সামনেই উৎসবের মরসুম। সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রতি বছরেই গাড়ির বাজারে বৃদ্ধি পায় চাহিদা। দুর্গাপুজো ও দীপাবলিতে বাড়ে গাড়ির বিক্রি। সেই ২ মাসের আগে এহেন সিদ্ধান্ত থেকে মারুতি সুজুকির সংকটজনক পরিস্থিতি স্পষ্ট। 

বিশেষজ্ঞদের মতে, গোটা বিশ্বেই এখন চলছে আর্থিক মন্দা, তার প্রভাব পড়েছে ভারতেও। এর সঙ্গে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে জিএসটি-এর বোঝা। তা ছাড়া অর্থনৈতিক পরিস্থিতির কারণে দেশের মানুষের হাতে নগদ টাকার পরিমাণও কম। জুলাই মাস থেকেই দেশজুড়ে গাড়ির বাজারে মন্দা ক্রমশই প্রকট। টানা ৯ মাস নিম্নমুখী গাড়ির বাজার। পরিসংখ্যান বলছে, প্রায় ১৯ বছর আগে ২০০০ সালের ডিসেম্বরে দেখা গিয়েছিল এমন মন্দা।