রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্তে আগরতলায় বিক্ষোভ ব্যাঙ্ক কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে আজ আগরতলায় সকালে ও সন্ধ্যায় বিক্ষোভ প্রদর্শন করেছে ব্যাঙ্ক কর্মী সংগঠন৷ আনাদায়ী ঋণ আদায়ে নজর দেওয়ার বদলে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলিকে সংযুত্তিতে বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ তাতে, আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবে দেশ৷ শনিবার এইভাবেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সুর চড়ালেন ব্যাঙ্ক কর্মী সংগঠনের নেতা সুমিত চৌধুরী৷

শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের ১০টি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্তের ঘোষণা দেন৷ এরই প্রতিবাদে আজ সকালে আগরতলায় ব্যাঙ্ক কর্মীরা কালো ব্যাচ পরিধান করে বিক্ষোভ প্রদর্শন করেন৷ বিকেলে তাঁরা প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন৷

সংগঠনের নেতা সুমিত চৌধুরীর কথায়, দেশের উন্নতিতে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলির যথেষ্ট অবদান রয়েছে৷ ২০০৭-০৮ সালে সারা বিশ্বে আর্থিক মন্দা দেখা দিলেও ভারতে তার প্রভাব পড়েনি৷ তার পেছনেও রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলির ভূমিকা ছিল৷ তাঁর অভিযোগ, কোন আলোচনা ছাড়াই ১০টি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাতে স্পষ্ট, বাস্তবের সাথে সংগতি না রেখেই এই ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাঁর দাবি, এই সিদ্ধান্তের দেশ ভয়ঙ্কর পরিণামের মুখোমুখি হবে৷

তাঁর মতে, দেশের পরিস্থিতির সাথে সাযুজ্য রেখে সংযুক্তিকরণের বদলে আরো শাখা খোলা প্রয়োজন৷ কারণ, দেশের ৬০ শতাংশ মানুষের কাছে এখনো ব্যাঙ্কিং পরিষেবা পৌছানো যায়নি৷ তাঁর কথায়, সংযুক্তিকরণে সম্পত্তি যেমন আসে, তেমনি দায়ভারও বেড়ে যায়৷ এ-ক্ষেত্রে, অনাদায়ী ঋণ আদায়ে কেন্দ্রীয় সরকার নজর দেওয়ার বদলে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণে গুরুত্ব দিচ্ছে৷ তাঁর দাবি, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা হউক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *