![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/1533194818phpYqY9s0.jpeg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ সদর উত্তরের অবস্থিত ইকফাই বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের ছাত্রদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে ছাত্রাবাস সহ গোটা ক্যাম্পাস৷ সোমবার রাতে সংঘর্ষের সূত্রপাত হলেও মঙ্গলবারও তার রেশ থেকে যায়৷ এই ঘটনার সাথে জড়িত থাকায় নয়জন ছাত্রকে আবাস থেকে রাস্টিকেট তথা বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে বহির্রাজ্য থেকে আসা ছাত্ররা রাজ্যের ছাত্রদের সাথে অশালিন আচরণ করার পাশাপাশি নানা ধরনের অনৈতিক কাজকর্ম করে চলেছে৷ সোমবার রাতেও র্যাগিংয়ের অভিযোগ উঠেছে বহির্রাদের ছাত্রদের বিরুদ্ধে৷ নীচু ক্লাসের ছাত্রদের সাথে র্যাগিং করার প্রতিবাদ করতেই শুরু হয় উত্তেজনা৷ মারধর করা হয় রাজ্যের ছাত্রদের৷ এদিকে, মঙ্গলবার এই ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন ও বিস্তারিত বিষয় জানিয়েছেন৷
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে এদিন এই সংঘর্ষ ও উত্তেজনার খবর সংগ্রহ করতে গেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা বাহিনীর কর্মীরা৷ এমনকি পুলিশ পর্যন্ত সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দিয়েছেন৷ পুলিশের বক্তব্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরিণ৷
সোমবার ও মঙ্গলবারের ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করেছে৷ নোটিশে বলা হয়েছে সোমবার রাতের ঘটনার প্রেক্ষিতে ছাত্রাবাসের নয়জন ছাত্রকে অনির্দিষ্ট কালের জন্য ছাত্রাবাস থেকে বহিস্কার করা হয়েছে৷ বহিসৃকত ছাত্ররা হল, গোবিন্দ লেইসাংথাম, বিকাশ নিওয়ার, টলিম সোম্বা, মুটুম প্রিয় সিং, পল্লব ভূয়ান, অজয় মন্ডল, হরিব্রত পাল, টেইবুকলাং আই পাসি, সুভাশিষ সিনহা৷ তারা প্রত্যেকেই ইঞ্জিনিয়ারী কোর্সের চতুর্থ সেমিস্টারের ছাত্র৷
সোমবার ও মঙ্গলবারের ঘটনার প্রেক্ষিতে লেফুঙ্গা থানার ওসি নিওটন জমাতিয়া জানান, গোটা বিষয়টি ইকফাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরিণ বিষয়৷ সামান্য একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে ছাত্রাবাসে সিনিয়র ও জুনিয়র ছাত্রদের মধ্যে৷ তবে কেই আহত হয়নি৷ পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে৷