আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক : দ্রুত কাজ শেষ করতে নির্মাণ সংস্থাকে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ আখাউড়া রেল লিঙ্ক প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত দু’টি সংস্থা ইরকন ও ট্যাক্সমাকো রেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর চার সদস্যের এক প্রতিনিধি দল আজ মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন৷ তাঁদের আগরতলা-আখাউড়া রেল লিঙ্কের কাজ দ্রুত শেষ করার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


প্রতিনিধি দলের নেতা ইরকন সংস্থার অধিকর্তা যোগেশ মিশ্র মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জানান, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক প্রজেক্টের কাজের জন্য ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছিল ৷ এই প্রকল্পে আগরতলার বাধারঘাট থেকে নিশ্চিন্তপুর (ভারতীয় ভূখণ্ড), নিশ্চিন্তপুর থেকে গঙ্গাসাগর পর্যন্ত (বাংলাদেশ ভূখণ্ড) রেলপথ তৈরির উদ্যোগ চলছে৷ এজন্য ভারতের অভ্যন্তরে ৫৪৬ কিলোমিটার রেল লিঙ্ক তৈরির জন্য ভারত সরকারের ডোনারমন্ত্রক ৫৮০ কোটি টাকা এবং বাংলাদেশের অভ্যন্তরে ৬৫৭ কিলোমিটার রেল লিঙ্ক তৈরির জন্য বাংলাদেশের বিদেশ মন্ত্রক ৩৯২ কোটি টাকা বরাদ্দ করেছে৷

বর্তমানে উভয় দেশেই এই রেল লিঙ্ক তৈরির কাজ চলছে৷ আগামী ২০২০ সালের সেপ্ঢেম্বর মাসের মধ্যে এই প্রজেক্ট সম্পন্ন করার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে৷
আলোচনাকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নির্দিষ্ট সময়ের আগে এই প্রজেক্টের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন ৷ তাঁর বক্তব্য, কিছুদিন পর পর এই কাজের পর্যালোচনা করুন ৷ তাতে কোনও সমস্যা হলে ত্রিপুরা সরকারকে জানান ৷ রাজ্য সরকার আপনাদের পাশে আছে, আশ্বাস দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷


এই প্রতিনিধি দলে ছিলেন ইরকন সংস্থার অধিকর্তা (ওয়ার্কস) যোগেশ মিশ্র, এজিএম (সিভিল) রমন সিংলা, ট্যাক্সমাকো রেল ও ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এমডি সন্দীপ ফুল্লার ও চিফ অপারেটিং অফিসার জিতেন্দ্র কুমার জৈন ৷ আলোচনাকালে মুখ্যসচিব ড় ইউ ভেঙ্কটেশ্বরলু, অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক এবং পরিবহণ দফতরের প্রধানসচিব এল এইচ ডার্লং উপস্থিত ছিলেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *