কাশ্মীর উপত্যকায় ঈদের নমাজ প্রার্থনা শান্তিপূর্ণই : স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি ও শ্রীনগর, ১২ আগস্ট (হি.স.): ঈদুজ্জোহাকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল জম্মু ও কাশ্মীরে| কাশ্মীর উপত্যকার বিভিন্ন মসজিদগুলিতে বহু মানুষের জমায়েত করতে দেয়নি প্রশাসন| স্থানীয় মসজিদেই মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে নমাজ পড়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন| সেই মতো সোমবার সকাল থেকেই স্থানীয় মসজিদে গিয়ে নমাজ পাঠ করেন কাশ্মীরিরা| জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, রাজৌরি, অনন্তনাগ, বারামুল্লা, বদগাম ও বান্দিপোরা সর্বত্রই মসজিদে গিয়ে ঈদের নমাজ প্রার্থনা করেন কাশ্মীরিরা| কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই| সব মিলিয়ে ঈদে কিছুটা  হলেও ছন্দে ফিরল জম্মু ও কাশ্মীর| এদিন সকালে শ্রীনগর-সহ বেশ কিছু এলাকায় কারফিউ তুলে নেওয়া হয়| তবে, নমাজ প্রার্থনা শেষে বেলা বাড়তেই রাস্তাঘাট অবশ্য জনশুন্য হয়ে পড়ে|

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মতে, কাশ্মীর উপত্যকায় ঈদের নমাজ প্রার্থনা ছিল শান্তিপূর্ণ| স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, অনন্তনাগ, বারামুল্লা, বদগাম, বান্দিপোরায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবেই ঈদের নমাজ প্রার্থনা সম্পন্ন হয়েছে| বারামুল্লার জামা মসজিদে নমাজ পাঠ করেন কমপক্ষে ১০,০০০ মুসলিম ধর্মাবলম্বী  মানুষজন| জম্মু ও কাশ্মীরের প্রিন্সিপল সেক্রেটারি (প্ল্যানিং কমিশন) রোহিত কানসাল জানিয়েছেন, জম্মুর বিভিন্ন মসজিদে গিয়ে প্রার্থনা করেন ৫০০০-এরও বেশি মানুষ| এছাড়াও কাশ্মীর উপত্যকার বারামুল্লা, রামবান, অনন্তনাগ, শোপিয়ান, অবন্তিপোরা, শ্রীনগর এবং অন্যান্য অঞ্চলে শান্তিপূর্ণভাবেই ঈদের নমাজ প্রার্থনা সেরেছেন মানুষজন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *