BRAKING NEWS

ঈদুজ্জোহা : ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): ঈদুজ্জোহা, যা বকরি ঈদ হিসেবেই পরিচিত| দিল্লি-পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে পালিত হয়েছে ঈদুজ্জোহা বা ঈদ-উল-আজহা| সোমবার সকাল থেকেই মসজিদে মসজিদে ঈদের প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন| কলকাতার নাখোদা মসজিক থেকে শুরু করে দিল্লির জামা মসজিদ, সর্বত্রই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নমাজ পাঠ চলেছে| ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

ঈদের শুভেচ্ছা বার্তায় সোমবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করেছেন, ‘আপামর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা, বিশেষ করে ভারত এবং দেশের বাইরে বসবাসকারী মুসলিম ভাই-বোনেদের| ঈদুজ্জোহা ভালোবাসা, সৌভ্রাতৃত্ব ও মানবসেবার প্রতীক|’ ঈদের শুভেচ্ছা বার্তায় উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, ‘ঈদুজ্জোহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা| এই উত্সব নিষ্ঠা, বিশ্বাস, ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ এবং ঐক্যের অনুভূতিকে অনুপ্রাণিত করে|’ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, ‘ঈদ-উল-আধহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা| আমার বিশ্বাস এই উত্সব সমাজে শান্তি ও সুখের চেতনাকে আরও উজ্জিবীত করবে| ঈদ মুবারক!’

কুরবানির ঈদকে ঘিরে এদিন সকাল থেকে  আনন্দে মাতোয়া আট থেকে আশি| দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু, শ্রীনগর সর্বত্রই উত্সবের আমেজে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন| সকালবেলা প্রথমেই মসজিদে গিয়ে নমাজ পড়া| তারপর নতুন পোশাক পরে ঘুরে বেড়ানো|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *