![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/DSC_1773-1024x681.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ আগরতলা জগন্নাথ জিও মন্দিরে শুরু হল পাঁচদিন ব্যাপী ঝুলনযাত্রা উৎসব৷ একাদশি থেকে পূর্ণীমা পর্যন্ত চলবে এই উৎসব৷ প্রচুর ভক্ত সমাগমের মধ্য দিয়ে ঝুলন যাত্রা উৎসবের সূচনা হয়৷ জগন্নাথ জিও মন্দিরের পক্ষ থেকে জানানো হয় ঝুলন যাত্রা মানে ভক্ত ভগবান মিলন উৎসব৷ ভক্তের ইচ্ছা পূরণ করতে এই সময়ে ভগবান লীলা করে থাকেন৷
জগৎবাসীকে শান্তি দিয়ে এবং কল্যাণের জন্য এই ঝুলন যাত্রা উৎসব করা হয়৷ পাঁচদিন ব্যাপী এই উৎসবে ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷ রাজ্যের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতেও ঝুলন যাত্রা উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসা ও উদ্দীপনা পরিলক্ষিত হয়৷