![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/01/Forest_EPS.jpg)
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ আগস্ট ৷৷ বিশালগড় ব্লকের অর্ন্তগত সাতটি গ্রাম পঞ্চায়েতের রিজার্ভ ফরেস্টে বসবাসকারী ৯৮৭ পরিবারকে প্রশাসনের তরফ থেকে ষাট দিনের মধ্যে রিজার্ভ ফরেস্টের জায়গা ছেড়ে উঠে যাবার নোটিশ জারি করা হয়৷ এই পরিস্থিতিতে নোটিশ পাওয়া তাদের বাস্তুভিটা ছেড়ে কোথায় আশ্রয় নেবে এনিয়ে দুশিন্তায় পড়েছে নোটিশ পাওয়া বসবাসকারীরা৷ তারা জানায় দীর্ঘ ৩৪ বছর কেউ বা ৩০ বছর যাবত ফরেস্টের জায়গাতে স্থায়ীভাবে বসবাস করছে৷
নোটিশ পাওয়া গ্রামের মানুষদের সাথে শনিবার বিশালগড় জাঙ্গালীয়াস্থিত কালীটিলা কলোনিতে এক সভা ডাকা হয়েছে৷ এলাকাবাসীদের নিয়ে স্থানীয় বিজীত প্রার্থী নিতাই চৌধুরী এবং গ্রাম প্রধানকে নিয়ে আলোচনা সভা করা হয়৷ নোটিশ প্রদান করা হয়েছে বিশালগড় রাউৎখলা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে৷ এলাকার মানুষ রাউৎখলা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি বিরুদ্ধে বিভিন্ন রকম জালিয়াতির অভিযোগ তুলেছেন৷ ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গায় বসবাসকারীদের যে নোটিশ দেওয়া হয়েছে তা সঠিক নয় বলেও জানায় নিতাই চৌধুরী৷
এলাকার মানুষ দুশ্চিন্তায় পড়েছে তবে নোটিশে তারিখ দেওয়া আছে ৪ঠা জুলাই ২০১৯ইং আয় পঞ্চায়েত সচিবের স্বাক্ষরে শীল মোহর দেওয়া তারিখ ১৫ জুলাই৷ তা নিয়েও জনগনের মধ্যে প্রশ্ণের চিহ্ণ দেখা দিয়েছে৷ কোর্স তারিখকে সঠিক করে চিহ্ণিত করবে৷ তাছাড়া উল্লেখ করা হয়েছে গ্রাম সভা লেভেল ফরেস্ট রাইট কমিটি সিদ্ধান্ত মোতাবেক ষাট দিনের মধেও বাস্তুভিটা, ত্যাগ করার আদেশ জারি করেছে৷ বর্তমান পরিস্থিতিতে এলাকার মানুষের মধ্যে দুশ্চিন্তার ভাজ পড়েছে৷