![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/12/RSS.jpg)
নয়াদিল্লি, ২ আগস্ট (হি. স.) : “৬ আগস্ট থেকে নিয়মিত অযোধ্যা ভূমি মামলার শুনানি হতে চলেছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এবার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিচারাধীন এই মামলাটির সমাধান হবে এবং আমাদের আত্মবিশ্বাস রয়েছে শিগগিরই রামমন্দিরের নির্মাণ কাজ শুরু হবে”, অযোধ্যা মামলা নিয়ে শুক্রবার এমনই বিবৃতি দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। অযোধ্যা মামলা নিয়ে এদিন মধ্যস্থতাকারী প্যানেলের রিপোর্টকে ‘নিষ্ফলা’ আখ্যা দিয়ে আগামী ৬ আগস্ট থেকে এই মামলার নিয়মিত শুনানির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের মতে, মধ্যস্থতাকারীদের স্টেটাস রিপোর্ট নিষ্ফলা| তাই নিয়মিত হবে অযোধ্যা মামলার শুনানি| শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, আগামী ৬ আগস্ট থেকে নিয়মিত হবে অযোধ্যা জমি বিবাদ মামলার শুনানি| অযোধ্যা জমি বিবাদ মামলায় বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে মধ্যস্থতাকারীদের প্যানেল| মধ্যস্থতাকারীদের রিপোর্টকে ‘নিষ্ফলা’ আখ্যা দিয়ে শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, “মধ্যস্থতাকারীদের রিপোর্ট জমা পড়েছে আমাদের কাছে| চূড়ান্ত নিষ্পতি অর্জন করতে সক্ষম হয়নি মধ্যস্থতাকারী প্যানেল| ৬ আগস্ট থেকে শুরু হবে শুনানি, শুনানি হবে নিয়মিত।”