![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/03/ram-madhav.jpg)
শ্রীনগর, ৩১ জুলাই (হি.স.) : ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ভয়ের পরিবেশ তৈরি করছে। বুধবার এ ভাবেই পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ১০ হাজার বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়নের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স। এর পাল্টা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মাধব জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের স্থানীয় নেতারা ভয়ের পরিবেশ তৈরি করেছে। নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজ করছে এই সকল নেতারা। নিরাপত্তা বাহিনী বাড়তি মোতায়েন করা বা কমিয়ে নেওয়া তা ক্রমাগত প্রক্রিয়া। অমরনাথ যাত্রার জন্য বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি ব্লক স্তরের নির্বাচনও সম্পাদন হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতেই নাটক শুরু করেছে রাজনৈতিক দলগুলি।
উল্লেখ করা যেতে পারে সম্প্রতি নিজের ট্যুইট বার্তায় পিডিপি নেত্রী মেহবুবা মুফতি লিখেছিলেন, ১০ হাজার বাহিনী মোতায়নের করে উপ্যকারবাসীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে কেন্দ্র। এর প্রেক্ষিতে রাম মাধব জানিয়েছেন, রাজনৈতিক ভাবে প্রসঙ্গিকতা বজায় রাখতে তিনি এমন ধরণের মন্তব্য করেছেন।