BRAKING NEWS

কলেজের অধ্যক্ষ হেনস্তার প্রতিবাদে অধিকর্তা সকালে এনএসইউআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷৷ খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে অধ্যাপককে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র সংগঠন এনএসইউআই৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নামক ছাত্র সংগঠন ছাত্র সংসদে ডেকে নিয়ে এক অধ্যাপককে হেনস্তা করেছে বলে এনএসইউআই’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ শিক্ষাঙ্গনে শিক্ষককে এ ধরনের হেনস্তার ঘটনা খুবই উদ্বেগজনক বলে মনে করে এনএসইউআই৷

এরই প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এনএসইউআই সোমবার উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করেছে৷
ডেপুটেশান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনএসইউআই’র রাজ্য সভাপতি রাকেশ দাস বলেন, কলেজগুলিতে ছাত্রদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব পালন করার কথা ছাত্র সংগঠনের৷ এটাই দীর্ঘদিনের রীতিনীতি৷ কিন্তু এই রাজ্যে বিজেপি’র নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের কলেজগুলিতে শাসক দলের অনুগত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অনৈতিক কাজকর্মে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে এনএসইউআই৷


সম্প্রতি খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে ছাত্র সংসদে ডেকে নিয়ে অধ্যাপককে হেনস্তা ও চরমভাবে অপমানিত করার ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক৷ এই ঘটনায় জড়িতদের চিহ্ণিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে৷ এ ধরনের কার্যকলাপ কিসের ইঙ্গিত বহন করছে৷ সেই প্রশ্ণও তুলেছেন এনএসইউআই’র রাজ্য সভাপতি৷ তিনি আরও অভিযোগ করেন, কলেজগুলিতে প্রথম বর্ষে ছাত্র ভর্তি প্রক্রিয়া চলাকালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নামে চাদার জুলুমবাজি শুরু হয়েছে৷

এ ধরনের কার্যকলাপেরও তীব্র বিরোধিতা করেছে এনএসইউআই৷
অবিলম্বে কলেজগুলিতে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য জোড়ালো দাবি জানানো হয়েছে৷ অন্যথায় ছাত্র সংগঠন এনএসইউআই ছাত্র স্বার্থে বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *