বাইক দুর্ঘটনায় আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ টাউন ইন্দ্রনগরের জগতপুর এলাকার আচার্যপাড়ায় একটি কাঁঠের সেতু দীর্ঘদিন ধরে মরণফাঁদে পরিণত হয়ে আছে৷ এই সেতু দিয়ে বাইক নিয়ে যাবার পথে শনিবার এক কলেজ ছাত্র বাইক নিয়ে নীচে পড়ে ভাগ্যিস অল্পেতে প্রাণে বেঁচেছে৷ ছাত্রটির নাম মিলটন দাস৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ টাউন ইন্দ্রনগরের জগতপুর লোকার আচার্যপাড়ায় একটি কাঠের সেতু বছরের পর বছর ধরে সংস্কার করা হচ্ছে না৷ সেতুটির কাঠগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে৷ মরণফাঁদে পরিণত হওয়া এই সেতুটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু পূর্ত দপ্তর সেতুটি সংস্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না৷ এর ফলে প্রায়ই এই সেতুতে দুর্ঘটনা ঘটে চলেছে৷ গত কয়েকদিন আগেও এক ব্যক্তি সেতু থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছে৷ তার দাঁত ভেঙে গেছে৷ এ ধরনের ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে চলেছে৷ এই সেতুর উপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন৷ অথচ এই সেতুটি সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ৷ শনিবার এক কলেজ পড়ুয়া ছাত্র মিলটন দাস বাইক নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হচ্ছিল৷ সেতুর উপরে উঠতেই বাইকের চাকা স্লিপ করে সেতুর নিচে পড়ে যায়৷ সেতুটির দু’পাশে রিলিংও নেই৷ ভাগ্যিস বাইকটি নীচে পড়ে গেলেও ওই ছাত্রটি গলা গাছের ঝোপে পড়ে অল্পেতে প্রাণে বেঁচে গেছে৷ স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে ছুটে আসেন৷ সেখান থেকে ছাত্রটিকে তারা উদ্ধার করেন৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ পুরুষ, মহিলা সহ এলাকাবাসী ক্ষোভে ফেঁটে পড়েন৷ তারা অভিযোগ করেন, প্রায় ১৫ বছর ধরে ওই কাঠের সেতুটি একই অবস্থায় চলেছে৷ মাঝে মধ্যে কাঠ লাগিয়ে সেতু পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়৷ কিছুদিন গেলেই সেই কাঠ নষ্ট হয়ে যায়৷ গত বেশ কিছুদিন ধরেই সেতুটি মরণফাঁদে পরিণত হলেও পূর্ত দপ্তর কোনও ব্যবস্থা নিচ্ছে না৷ এলাকাবাসী স্থানীয় বিধায়ক সহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে সেতুটি সংস্কারের জন্য বারবার দাবি জানিয়ে ইতিবাচক কোন সাড়া পাচ্ছেন না৷ শনিবার এক কলেজ ছাত্র বাইক নিয়ে সেতু থেকে পড়ে যাওয়ার ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এখানে পাকা সেতু তৈরি এবং রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ টাউন ইন্দ্রনগরের জগতপুর এলাকার আচার্যপাড়ায় কাঠের সেতু সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে তারা স্থানীয় বিধায়কের কাছেও দাবি জানিয়েছেন৷