BRAKING NEWS

চেলেকাপ্পায় ১ লক্ষ ৮৬ হাজার বাংলাদেশী টাকা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুলাই ৷৷ চেলেকাপ্পা থেকে ১লক্ষ ৮৬ হাজার বাংলাদেশী টাকা উদ্ধার করল বিএস এফ৷ ঘটনা টি ঘটেছে গতকাল সকাল নয়টার দিকে৷ মারুতি ওমনি ভেন গাড়ীটি ঘোড়াকাপ্পা থেকে চেলাকাপ্পা যাচ্ছিল৷ ৬৬ বিএন বিএসএফ এর কাছে খবর ছিল এই গাড়ী তে তিন জন চোরাকারবারি রয়েছে৷

বিএসএফ গাড়ীটি কে আটকায় এবং তল্লাশি চালিয়ে তিন জন চোরাকারবারি কে আটক করে৷ এরা হলেন সনজিৎ শীল(৪১) , পিতা চিত্ত রঞ্জন শীল, কল্পমালা ত্রিপুরা(৩৯) স্বামী বৃঙ্গ মোহন ত্রিপুরা,এবং সিন্ধু লক্ষী ত্রিপুরা (৩৩)স্বামী নবীন মোহন ত্রিপুরা৷ ধৃতদের কাছ থেকে ১লক্ষ ৮৬ হাজার বাংলাদেশী টাকা বিএস এফ আটক করে৷ অভিযানে নেতৃত্ব দেন হেড কনস্টেবল কর্তার সিং সহ অন্যান্য বিএস এফ জোয়ান রা৷ পরে বিএস এফ তাদের শিলাছড়ি থানার হাতে তুলে দেন৷ এবং বাংলাদেশী টাকা গুলো বিলোনীয়া কাস্টমস র হাতে তুলে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *