নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন ৷৷ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে৷ পিসিএম গ্রুপে প্রথম হয়েছে সায়নদীপ ভৌমিক, দ্বিতীয় অর্পণ দেব এবং তৃতীয় হয়েছে অর্ণব চৌহান৷ পিসিবি গ্রুপে প্রথম হয়েছেন সাগর চক্রবর্তী, দ্বিতীয় রোহিত সাহা এবং তৃতীয় হয়েছেন বনশ্রী দেবনাথ৷
ত্রিপুরা জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান ড় জি ছেল জানিয়েছেন, এ-বছর মোট ৩,৮৯৯টি আবেদনপত্র জমা পড়েছিল৷ তাদের মধ্যে সাধারণ ক্যাটাগরির ২৪১৮টি, তফশিলি উপজাতি ৭৮৫টি এবং তফশিলি জাতি ৬৯৬টি ছিল৷

তিনি জানান, এ-বছর পিসিএম গ্রুপে সাধারণ ক্যাটাগরির ১,৩৯৩ জন, তফশিলি উপজাতি ৩১৭ জন এবং তফশিলি জাতি ৩৮২ জন মিলিয়ে মোট ২,০৯৩ জন পরীক্ষা দিয়েছিলেন৷ তাছাড়া, পিসিবি গ্রুপে সাধারণ ক্যাটাগরির ২,০৬৫ জন, তফশিলি উপজাতি ৬৯৪ জন এবং তফশিলি জাতি ৫৯৭ জন পরীক্ষা দিয়েছিলেন৷এ-বছর জয়েন্টে কৃতীদের মধ্যে শুধুমাত্র একজন ছাত্র উচ্চ মাধ্যমিকেও কৃতী তালিকায় স্থান করেছিলেন৷ শিশুবিহার সুকলের ছাত্র অর্ণব চৌহান৷ অর্ণব উচ্চ মাধ্যমিকেও তৃতীয় স্থান অর্জন করেছিলেন৷ তবে, জয়েন্টের ফলাফলে বেশি খুশি বলে জানিয়েছেন অর্ণব৷ এছাড়া, বাকি কৃতীরা প্রত্যেকেই ফলাফলে ভীষন খুশি বলে জানিয়েছেন৷ তাঁরা এখনও কোন বিষয় নিয়ে উচ্চ শিক্ষা রবেন তা সঠিকভাবে স্থির করেননি৷
প্রসঙ্গত, এ-বছর ত্রিপুরায় জয়েন্টের পরীক্ষা ১০টি কেন্দ্রে নেওয়া হয়েছে৷ আগরতলায় পাঁচটি পরীক্ষা কেন্দ্র ছিল৷ বাকি আমবাসা, ধর্মনগর, কৈলাসহর, শান্তিরবাজার এবং উদয়পুরে একটি করে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছিল৷

