হেরোইনসহ তিন যুবক পুলিশের জালে আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ হেরোইন সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনা সিধাই থানার অধীন বড়গাছিয়া এলাকায়৷ ধৃতরা হল টুনি দেববর্মা, সত্য রঞ্জন দেববর্মা এবং রমেশ দেববর্মা৷ তাদের কাছ থেকে ৪৭.৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই তিন যুবক বড়গাছিয়া আইসিডিএস অফিস সংলগ্ণ এলাকায় ঘুরাফেরা করছিল৷ তখন সিধাই থানায় গোপন সূত্রে খবর আসে তারা নেশা সামগ্রী চোরাচালান করার জন্য পরিকল্পনা নিয়েছে৷ সাথে সাথেই সিধাই থানার এসআই যুগল বরণ ত্রিপুরা বিশাল সংখ্যায় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং তিনজনকে হাতেনাতে ধরে ফেলে৷ থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ করা হয়৷ ধৃতদেহ কাছ থেকে বহু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷ পুলিশ আশা করছে নেশা চোরাচালানের সাথে আরও কয়েকজন ধরা পড়বে৷