নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ মে৷৷ রবিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ উদয়পুর মহকুমা ধীন গাথালং এলাকার বাসিন্দা পাতাল কুমার নোয়াতিয়া মাতাবাড়িতে পূজা দেওয়ার উদ্দেশ্যে একটি গাড়ি করে পেড়া দোকান গুলির সামনে আসতেই তিন চারটি পেড়া দোকানের কয়েকজন কর্মচারী মিলে পেড়া কেনার জন্য পাতাল বাবুকে গাড়ি থেকে নামতেই জোরজবরদস্তি করে এই দোকান সেই দোকানে টানতে থাকে৷ আর এতে পাতাল বাবুর পড়নের শার্ট ছিড়ে যায়৷
আর এই ঘটনায় ক্ষুব্ধ পাতাল বাবু সাংবাদিকদের ক্যামেরার সামনে এই ঘটনা তুলে ধরে ক্ষোভ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যাতে কোনও পূর্নার্থীকে এইভাবে লাঞ্ছনা হতে না হয় কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান৷ এরপর , পাতাল বাবু এই ঘটনাটি গোমতী জেলা শাসকের গোচরে নিয়েছেন৷ এরপর এই ঘটনার বিষয়ে গোমতী জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ রবিবার সন্ধ্যায় মাতাবাড়িতে গিয়ে সরেজমিনে তদারকি করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই ঘটনায় উনি খুবই মর্মাহত৷ এই ঘটনায় উনি পুলিশি সহায়তা নিয়ে প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায় সে বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন৷ উল্লেখ্য, এর আগেও অনেকবার কিছু পেঁড়া দোকানের কর্মচারীদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছিলো৷