আমবাসায় থানা থেকে পালিয়ে গেল আসামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ থানার লকআপ থেকে এক দাগি চোর পালিয়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে আমবাসা থানা এবং জেলার পুলিশ মহলে কালঘাম ছুটেছে ৷ ফেরার চোরকে খোঁজে বের করতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ ৷ সোমবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷
ঘটনার বিবরণে জানা গেছে, অলিন্দ্র দেববর্মা নামের এক দাগি চোরকে রবিবার পাকড়াও করেছিল আমবাসা থানার পুলিশ ৷ তাকে গোটা রাত থানার লকআপে রাখা হয়েছিল ৷ ভোর রাতে প্রাকৃতিক কাজ করার কথা বলে থানার সেন্িন্টকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷


পলাতক চোরের পিছু ধাওয়া করে তার টিঁকির নাগাল পাননি পুলিশকর্মীরা ৷ ইত্যবসরে খবর যায় পুলিশ সুপারের কানে ৷ তাঁর কড়া নির্দেশ, শীঘ্র পলাতক অলিন্দ্রকে পাকড়াও করতে না পারলে কর্তব্যরত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷


জানা গেছে, আমবাসার থানার পুলিশ পলাতক চোরের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছেন৷ গড়ে তোলা হয়েছে নাকাবন্দি৷ এই খবরে লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি ৷ এদিকে ঘটনার খবরে ওয়াকিবহাল মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ৷ অনেকে পুলিশের বিরুদ্ধে শিথিলতার অভিযোগও তুলেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *