লোকসভা নির্বাচন ২০১৯ : পশ্চিমবঙ্গে চার প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, তমলুক থেকে দাঁড়াচ্ছেন লক্ষ্মণ শেঠ

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের চারটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। বুধবার নয়াদিল্লিতে এআইসিসি (অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি)-র দফতর থেকে এই চারজনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করা লক্ষ্মণ শেঠও। তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এছাড়াও, কলকাতা উত্তর কেন্দ্রে সৈয়দ শাহিদ ইমাম, ঘাটালে খান্দাকার মহম্মদ সইফুল্লা এবং আসানসোল কেন্দ্রে বিশ্বরূপ মন্ডলের নাম ঘোষণা করা হয়েছে।

এদিন দিল্লিতে এআইসিসি-র সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিকের সই করা এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গে মোট লোকসভা আসন রয়েছে ৪২টি। এদিনের চারজনের প্রার্থীতালিকায় রয়েছে প্রাক্তন সিপিএম নেতা এবং বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করা দোর্দণ্ডপ্রতাপ নেতা লক্ষ্মণ শেঠের নাম। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজ্য সভাপতি সোমেন মিত্র তমলুক আসনেই লক্ষ্মণ শেঠ দাঁড়াতে পারেন বলে জানিয়েছিলেন। অর্থাৎ তমলুকে তৃণমূলের দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্করের প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থী ড. লক্ষ্মণ চন্দ্র শেঠ। অন্যদিকে, কলকাতা উত্তর লোকসভা আসনে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী রাহুল সিনহার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থী সৈয়দ শাহিদ ইমাম, ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী (দেব), বিজেপি প্রার্থী ভারতী ঘোষ এবং সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের খান্দাকার মহম্মদ সইফুল্লা এবং আসানসোলে তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন ও বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়-র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *