আগরতলায় অফিস লেনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷  রাজধানী আগরতলা শহরে অফিস লেন এলাকায় মঙ্গলবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির নাম দিলীপ ভট্টাচার্য৷ বাড়ি আমতলী থানা এলাকার আদর্শ পাড়ায়৷ মৃত ব্যক্তি পেশায় একজন রিকশাচালক৷ তিন দিন আগে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন৷  তারপর বাড়িতে আর ফেরেননি৷  মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে৷

মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের প্রাণচঞ্চল এলাকা অফিস লেনে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ অফিস লেন এলাকায় রাস্তার পাশে কভার্ট দ্রনের  উপরে মৃতদেহটি পড়ে রয়েছিল৷ গায়ের শার্ট এবং পরনে প্যান্ট ছিল৷ প্রথম দিকে মানুষ ভেবেছিলেন হয়তো আকন্ঠ মদ্যপান করে ওই ব্যক্তি রাস্তার পাশে পড়ে রয়েছে৷ কিন্তু দীর্ঘক্ষন পরেও  নড়াচড়া না  করাতে স্থানীয় মানুষের মনে সন্দেহ দানা বাধতে শুরু করে৷ মানুষজন এগিয়ে গিয়ে লক্ষ করেন ওই ব্যক্তি  কোন সাড়া দিচ্ছে না৷ নিথর দেহ পড়ে রয়েছে৷ তখন ও স্থানীয় জনগণ খবর দেন পশ্চিম থানার পুলিশকে৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়৷ মৃত ব্যক্তি একজন রিকশাচালক বলে অনেকেই জানান৷ সে অনুযায়ী তার বাড়ির ঠিকানা বের হয়ে আসে৷ তখন ঐ খবর পাঠানো হয় তার বাড়িতে৷ খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে এসে মৃতদেহ শনাক্ত করেন৷ পরিবারের লোকজনরা জানান  গত তিনদিন আগে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে আসেন৷ এরপর আর বাড়ীতে ফিরে যাননি৷ পরিবারের লোকজনদের দাবি তাকে কোনো গাড়ি বাইক ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে৷ দুর্ঘটনা তুই তার মৃত্যু হয়েছে বলেও তারা দাবি করেছেন৷ এদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ প্রাথমিকভাবে পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন৷ অপর একটি সূত্রে জানা গেছে মৃত রিস্কা চালক আকন্ঠ মদ্যপান করতো৷ অতিরিক্ত মদ্যপানের ফলে তার মৃত্যু হয়েছে বলেও অনেকে আশঙ্কা ব্যক্ত করেছেন৷ তবে এ বিষয়ে এখনো নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না৷ ময়না তদন্তের রিপোর্টে শেষ কথা বলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *