অসুস্থ মাসুদ আজাহার, সেনা হাসপাতালে চলছে ডায়ালিসিস

ইসলামাবাদ, ২ মার্চ (হি.স.) : কিডনির সমস্যায় আক্রান্ত সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহার। বর্তমানে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মাসুদ। সেখানে তার ডায়ালিসিস চলছে বলে শনিবার প্রশাসনের তরফে এমনই জানা গিয়েছে।


এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছিলেন, মাসুদ আজাহারের শারীরিক অবস্থা খুবই খারাপ। এদিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কিডনির সমস্যার নিয়ে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি রয়েছে মাসুদ আজাহার। সেখানে তার ডায়ালিসিস চলছে।সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ের উপর আত্মঘাতী জঙ্গি হামলা চালায় জইশ জঙ্গিরা। এই হামলার ছক কষেছিলেন মাসুদ আজাহার। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বসে এই হামলার ছক কষেন মাসুদ। পরে গত বুধবার আজাদ কাশ্মীরে ঢুকে এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয় জইশ জঙ্গিদের ঘাঁটিগুলি। পরিস্থিতি বেগতিক বুঝে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি হন মাসুদ আজাহার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *