পুঞ্চ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক স্তরে কার্যত এক ঘরে হয়েও ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি সেক্টরে সেনাবাহিনীর ছাউনিগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। প্রায় এক ঘন্টা ধরে সংঘর্ষ হয়।
লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, সকাল ৬টা নাগাদ নিয়ন্ত্রণ রেখা বরাবর কৃষ্ণাঘাঁটি সেক্টরে মর্টার এবং ছোট স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। কঠোর ভাবে যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। প্রায় এক ঘন্টা ধরে চলে সংঘর্ষ। সকাল ৭টা নাগাদ গোলাগুলি থেমে যায়।মঙ্গলবার পাকিস্তানের মর্টার শেলিংয়ের ফলে গুরুতর আহত হন পাঁচ সেনা জওয়ান। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সম্প্রতি নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু, রাজৌরি এবং পুঞ্চে জেলার ১২ থেকে ১৫টি জায়গায় অবিরাম গোলাবর্ষণ করেছে পাকিস্তান। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ের উপর হামলা চালায় জইশ-ই-মহম্মদ। শহিদ হন ৪৯ জওয়ান। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।