পুদুচেরি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদী সংবিধান-বিরোধী কাজ করছেন| নাক গলাচ্ছেন মন্ত্রিসভার কাজকর্মের উপর| তাই কিরণ বেদীকে অবিলম্বে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর পদ থেকে প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে| এই দাবিতে রাজ নিবাসের বাইরে ধরনা শুরু করলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী| ৱুধবার রাত থেকেই শুরু হয়েছে ধরনা| রাজনিবাসের বাইরে রাস্তাতেই রাত কাটিয়েছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী| প্রতিবাদ স্বরূপ কালো শার্ট ও ধুতি পরে ক্ষোভ প্রদর্শন করছেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী| মুখ্যমন্ত্রীর সঙ্গেই ধরনা প্রদর্শন করছেন কয়েকজন মন্ত্রী ও বিধায়কও| ইতিমধ্যেই পুদুচেরির মুখ্যমন্ত্রীকে ধরনার প্রেক্ষিতে সমর্থন জানিয়েছেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন|
পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর তথা প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বুধবার রাত থেকেই ধরনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী| রাতভর ধরনার পর বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী বলেছেন, ‘তাঁর (কিরণ বেদী) কোনও ক্ষমতাই নেই| তাঁকে শুধুমাত্র পোস্ট অফিস হিসেবে থাকা উচিত, মন্ত্রিসভা থেকে যে সমস্ত কাগজপত্র তাঁর কাছে পাঠানো হবে, সেগুলি সই করাই তাঁর কাজ| মন্ত্রিসভার সিদ্ধান্তে নাক গলানোর কোনও অধিকার তাঁর নেই| নির্বাচিত সরকারের প্রকল্প ও নীতিকে তিনি বাধা দিতে পারেন না| প্রধানমন্ত্রীর কথায় তিনি আমাদের সরকারে অস্থিরতা তৈরির জন্য কাজ করছেন|’ যদিও, কিরণ বেদী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি এ ব্যাপারে কথা বলার জন্য ২১ ফেব্রুয়ারি বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছিলেন| তবে, ২১ ফেব্রুয়ারির অপেক্ষা না করে ১৩ ফেব্রুয়ারি থেকেই ধরনায় বসে পড়লেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী|এদিকে, পুদুচেরির মুখ্যমন্ত্রীকে ধরনার প্রেক্ষিতে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন| ডিএমকে সূত্রের খবর, পুদুচেরির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন| ভি নায়ারণস্বামীর পাশের থাকার বার্তা দিয়েছেন এম কে স্ট্যালিন| এ প্রসঙ্গে ভি নারায়ণস্বামী বলেছেন, ‘সমর্থনের জন্য এম কে স্ট্যালিনকে ধন্যবাদ| শুধুমাত্র তামিলনাড়ু নয়, দেশের সমস্ত রাজ্য থেকেই আমরা সমর্থন পাচ্ছি| আমাদের মোট ৩৯টি ইসু্য রয়েছে, তার মধ্যে রয়েছে হেলমেট ইসু্যও| লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদীর জন্যই অস্থিরতা তৈরি হয়েছে|’