BRAKING NEWS

অবশেষে যুবরাজকে ১ কোটিতে কিনল মুম্বই

জয়পুর, ১৯ ডিসেম্বর (হি.স.) : অবশেষে যুবরাজ সিংকে ১ কোটিতে কিনল মুম্বই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০১৯ নিলামের প্রথমপর্ব পর্যন্ত তিনি ছিলেন অবিক্রিত ছিলেন। কোনও দলই তাঁকে নিতে বিশেষ আগ্রহ দেখাননি। আইপিএল নিলামের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটারের জন্য তা নিঃসন্দেহে হতাশার। ভারতীয় দলের অলরাউন্ডার যুবরাজ সিংকে নিলামের শেষ মুহূর্তে সেই হতাশা কাটিয়ে আরও একবার নিজেকে প্রমাণের একটা সুযোগ করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। বেস প্রাইস ১ কোটিতে তাঁকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

৩৭ বছরের যুবরাজ সিং গত আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবে ছিলেন। গত নভেম্বরে ২ কোটির যুবরাজকে ছেড়ে দেয় পঞ্জাব। এবার নিলামের প্রথম রাউন্ড অবধি কোনও দল পাননি আইপিএলের ইতিহাসে একটা সময় সর্বোচ্চ দর ১৬ কোটিতে বিক্রি হওয়া এই অলরাউন্ডার। ১০১৫-য় তাঁকে ১৬ কোটি দিয়ে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। তার আগের আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে নিয়েছিল ১৪ কোটি টাকায়। ২০১৬-য় সানরাইজ হায়দরাবাদে যুবির দর নেমে আসে ৭ কোটিতে। এবার নেমে এল এক কোটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *