জম্মু, ৬ ডিসেম্বর (হি.স.) : ধর্মের নামে দেশে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বৃহস্পতিবার এমনই দাবি করলেন ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লা।
জম্মুতে ড. বি আর আম্বেদকরের প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে ফারুক আবদুল্লা বলেন, চিন এবং পাকিস্তান থেকে আমাদের কোনও ভয় নেই। অভ্যন্তরীণ বিভাজনের রাজনীতি থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। বিগত সাড়ে চার বছর ধরে তারা (বিজেপি) ঘৃণার পরিবেশ তৈরি করেছে। দেশকে ভাগ করতে চাইছে তারা। দেশ দুর্বল হয়ে যাবে। ব্রিটিশদের সঙ্গে বিজেপির তুলনা করে ফারুক আবদুল্লা বলেন, তারা ব্রিটিশদের মত যারা ভারতকে ভাগ করে শাসন করেছে। বর্তমান কেন্দ্রীয় সরকার সেই দিকেই দেশকে নিয়ে যাচ্ছে। বিভাজনের এই রাজনীতি সেনাবাহিনী উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের স্মৃতিচারণা করে ফারুক আবদুল্লা বলেন, তিনি আমাদের বিশ্বের সেরা সংবিধান দিয়েছিলেন। কিন্তু ৭০ বছর পরেও মানুষ অধিকার নিশ্চিত করা হয়নি। ধর্ম নিরপেক্ষতা নিশ্চিত করতে আমাদের সংঘবদ্ধ থাকতে হবে।