হায়দরাবাদ, ২৯ নভেম্বর (হি.স.) : আর মাত্র আটদিন বাকি তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল
বিজেপি।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/03/bjp-logo-1-300x225.jpg)
এদিন হায়দরাবাদের দলীয় কার্যালয়ে ইস্তেহার প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি ড. কে লক্ষ্মণ। সকলস্তরের মানুষের উন্নয়নই বিজেপি লক্ষ্য বলে ইস্তেহারে দাবি করা হয়েছে।
এই প্রসঙ্গে ড. কে লক্ষ্মণ জানিয়েছেন, রাজ্যের কৃষক, শ্রমজীবী মানুষ এবং পড়ুয়াদের স্বার্থ রক্ষা করাটাই দলের লক্ষ্য। কৃষকদের জন্য কৃষি কাজের সরঞ্জাম প্রদান করা হবে। ক্ষমতায় এলে পড়ুয়াদের জন্য বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে। সপ্তম থেক দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হবে। স্নাতকস্তরের ছাত্রীদের ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে স্কুটি দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেগুলি মাত্রারিক্ত ফি নিচ্ছে কিনা তা তদারক করার জন্য পর্যবেক্ষক কমিটি গঠন করা হবে।
উল্লেখনীয়, আগামী ৭ ডিসেম্বর ভোটগ্রহণ হবে তেলেঙ্গানায়। ফল প্রকাশ হবে ১১ ডিসেম্বর।