BRAKING NEWS

১৩২-টির বেশি আসনে জয়ী হয়ে মধ্যপ্রদেশে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস : দ্বিগ্বিজয় সিং

ভোপাল, ২৯ নভেম্বর (হি.স.) : সদ্য সমাপ্ত হয়েছে মধ্যপ্রদেশ ভোটগ্রহণ পর্ব। তার মধ্যেই বৃহস্পতিবার হিন্দি বলয়ের এই রাজ্যে জয়ের বিষয়ে আশাবাদী বর্ষীয়ান কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং। ২৩০টি আসনের মধ্যে ১৩২-এর বেশি আসনে জয়ী হবে কংগ্রেস বলে জানিয়েছেন তিনি।

বুধবার মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ৭৫ শতাংশ ভোট পড়েছে। ২০১৩ সালের তুলনায় যা দুই শতাংশ বেশি। বৃহস্পতিবার দ্বিগ্বিজয় সিং জানিয়েছন, ১৩২-এর বেশি আসন জিতে ১৫ বছরের শাসন ক্ষমতার থেকে উৎখাত করব বিজেপি-কে। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনের সময় তিন শতাংশ ভোটার ভুয়ো ছিল। এবার তা আমাদের উদ্যোগে সংশোধন করা হয়। নির্বাচনে জয়ের ব্যাপারে কংগ্রেসকর্মীরা নিজের দেহ, হৃদয়, আত্মা সমর্পিত করেছে। কংগ্রেসকে জেতানোর জন্য এবার দলীয় কর্মীরা ঝাপিয়ে পড়েছিল। এবার নির্বাচন সরকার বনাম জনগণ-এর লড়াইয়ে পরিণত হয়েছে। উল্লেখনীয়, আগামী ১১ ডিসেম্বর ভোটগণনা হবে রাজস্থানে। পাশাপাশি জয়ের ব্যাপারে আশাবাদী আরও এক কংগ্রেস নেতা কমল নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *