![](https://jagarantripura.com/wp-content/uploads/2013/10/DigVijaySingh-300x237.jpg)
বুধবার মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ৭৫ শতাংশ ভোট পড়েছে। ২০১৩ সালের তুলনায় যা দুই শতাংশ বেশি। বৃহস্পতিবার দ্বিগ্বিজয় সিং জানিয়েছন, ১৩২-এর বেশি আসন জিতে ১৫ বছরের শাসন ক্ষমতার থেকে উৎখাত করব বিজেপি-কে। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনের সময় তিন শতাংশ ভোটার ভুয়ো ছিল। এবার তা আমাদের উদ্যোগে সংশোধন করা হয়। নির্বাচনে জয়ের ব্যাপারে কংগ্রেসকর্মীরা নিজের দেহ, হৃদয়, আত্মা সমর্পিত করেছে। কংগ্রেসকে জেতানোর জন্য এবার দলীয় কর্মীরা ঝাপিয়ে পড়েছিল। এবার নির্বাচন সরকার বনাম জনগণ-এর লড়াইয়ে পরিণত হয়েছে। উল্লেখনীয়, আগামী ১১ ডিসেম্বর ভোটগণনা হবে রাজস্থানে। পাশাপাশি জয়ের ব্যাপারে আশাবাদী আরও এক কংগ্রেস নেতা কমল নাথ।