নাগাউর (রাজস্থান), ২৮ নভেম্বর (হি.স.) : রাজস্থানে নামদার (রাহুল গান্ধী)-এর সঙ্গে কামদারের নির্বাচনী লড়াই হতে চলেছে। সোনার চামচ নিয়ে যারা জন্মেছে তারা গরিবদের দুঃখ বোঝে না বলে বুধবার রাজস্থানের নাগাউর জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রাজস্থানে, তার আগে বুধবার নাগাউরের জনসভা থেকে নাম না করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নিন্দায় মুখর হলেন নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, যেসব এলিটরা মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে| তারা গরিব ও সাধারণ মানুষের জীবন সংগ্রাম অনুভব করতে পারবে না। সেই সব সমস্যা দূর করতেও তারা পারবে না। ফলে কংগ্রেস যখন এ রাজ্যে দশকের পর দশক ধরে ক্ষমতায় ছিল তখন রাজ্যবাসীর প্রাথমিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছিল। আমি নিজে গরিব ঘরে জন্মেছি। আমি দেখেছি জীবনধারণের প্রাথমিক চাহিদা পূরণ করতে আমার বাবাকে কতটা পরিশ্রম করতে হত। তাই রাজধানী দিল্লিতে ক্ষমতায় আসার পর বঞ্চিত মানুষের উন্নয়নের জন্য তৎপর হয়ে উঠি। গরিবদের জন্য শৌচাগার, বিনামূল্য গ্যাসের সংযোগ, গৃহহীনদের জন্য আবাসন প্রকল্প-সহ যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়। আমাদের একটাই মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ।
এদিন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যদি সর্দার বল্লভভাই প্যাটেলের মতো কৃষক পরিবার থেকে উঠে আসা নেতা দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তবে আজ সাধারণ মানুষকে এই দুর্ভোগের মুখে পড়তে হত না। রাজস্থানের পরবর্তী প্রজন্মের উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে ভোট চাইছি। রাজ্যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে গোটা রাজ্যজুড়ে অরাজক পরিস্থিতি তৈরি হবে। আর্থিক সংস্কার ও দুর্নীতি দমনে ব্যবস্থা নেওয়ার জন্য কংগ্রেস নেতারা আমার উপর রেগে রয়েছে। কিন্তু তবু আমি পিছুপা হব না।