নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত সন্ত্রাস অব্যাহত রয়েছে৷ শাসক দলের কর্মীদের একাংশ এই সন্ত্রাস চালিয়ে যাচ্ছে৷ গণতান্ত্রিক বাতাবরণ ত্রিপুরায় নষ্ট করার চেষ্টা চলছে৷ সোমবার আগরতলায় সিপিএম রাজ্য সম্মেলনের অন্তিম দিনে সকালে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তিনি সাংবাদিক সম্মেলনে আরও বলেন, শাসক দলের ক্রমাগত সন্ত্রাসের মোকাবিলা করে চলেছে সিপিএম কর্মীরা৷ এজন্য তিনি দলের সমস্ত কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি বলেন, এরাজ্যে গণতান্ত্রিক পরিবেশ বিষিয়ে তোলা হচ্ছে৷ বিভিন্ন স্থানে শাসক দলের কর্মীরা বিরোধীদের কন্ঠ স্তব্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরত৷
এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেছেন ইয়েচুরি৷ তিনি অভিযোগ করেন কেন্দ্রের মোদি সরকার হিন্দুত্বকে প্রাধান্য দিয়ে গোটা দেশে বিভাজনের রাজনীতি করতে চাইছে৷ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইয়েচুরি বলেন, বিজেপির বিরুদ্ধে গোটা দেশেই চলছে জনরোষ৷ মহাজোটের প্রসঙ্গে ইয়েচুরি বলেন, রাজ্য ভিত্তিক সমঝোতা হবে৷ পাঁচ রাজ্যের যে বিধানসভা ভোট প্রক্রিয়া চলছে তাতে প্রতিটি রাজ্যেই সিপিএম প্রচার চালাচ্ছে৷ যেখানে যেখানে নেতৃত্বরা গিয়েছেন সেখানেই সরকারী বিরোধী হাওয়া বইছে৷ লোকসভা নির্বাচনে ত্রিপুরায় সিপিএম সরাসরি দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন সীতারাম ইয়েচুরি৷