নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সিপিএম রাজ্য কমিটির নয়া সম্পাদক হলেন গৌতম দাশ৷ তিনি বিজন ধরের স্থলাভিষিক্ত হয়েছেন৷ বিজনবাবু দীর্ঘ ৯ বছর ৮ মাস সিপিএম রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করার পর রবিবার আগরতলায় দলের ২২তম রাজ্য সম্মেলনে ভোটাভুটিতে গৌতম দাশের পক্ষে রাজ্য সম্পাদক হিসেবে অধিকাংশ ভোট পড়ে৷ সূত্রের খবর, তিন ভোটের ব্যবধানে সাংসদ জিতেন চৌধুরী রাজ্য সম্পাদক হতে পারেননি৷
সোমবার সাংবাদিক সম্মেলনে সিপিএমের বিদায়ী রাজ্য সম্পাদক বিজন ধর নয়া রাজ্য সম্পাদক হিসেবে গৌতম দাশের নাম ঘোষণা দেন৷ পাশাপাশি তিনি আরও জানান, সিপিএমের ২২তম রাজ্য সম্মেলনে ৭৫ জনের নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে৷ তাতে নতুন মুখ রয়েছেন ১৬ জন৷ এদিন নতুন রাজ্য সম্পাদক গৌতম দাশ জানান, রাজ্যে এক ভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে৷ এই সম্মেলনে ৩০৯ জন প্রতিনিধি উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে ১০ জন আসতে পারেননি৷ উপস্থিত প্রতিনিধিরে মধ্যে পুরুষ ২৫৫ জন এবং মহিলা ছিলেন ৪৪জন৷ এদিন তিনি অভিযোগ করেন, রাজ্য সম্মেলনে উপস্থিত ২৯৯ জন প্রতিনিধিদের মধ্যে ১৩৮ জন নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে আক্রান্ত হয়েছেন৷ এই পরিস্থিতি মোকাবিলার পথ খঁুজে বের করতেই রাজ্য সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে৷