নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য সব পক্ষকে একজোট হওয়ার আবেদন করলেন বিজেপির প্রথম সারির নেত্রী
তথা কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী । সোমবার তিনি বলেন, বিজেপি রামমন্দির স্বত্ব নিয়ে বসে নেই। শ্রীরাম সবার। রামমন্দির তৈরির জন্য এগিয়ে আসতে হবে |
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/03/Uma-Bharati-213x300.jpg)
অযোধ্যা সফরে গিয়ে রামমন্দিরের দাবিতে বড় শরিক বিজেপির ওপর চাপ বাড়িয়েছেন উদ্ধব। প্রশ্ন তুলেছেন, কেন্দ্রে বিজেপি সরকার চালাচ্ছে, তাও কেন মন্দির নির্মাণে বিলম্ব হচ্ছে। সোমবার বিজেপির প্রথম সারির নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী বলেন, উদ্ধব ঠাকরের এই উদ্যোগের প্রশংসা করছি। রামমন্দিরের স্ব্ত্ব একা বিজেপির নয়। ভগবান রাম সবার। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, অকালি দল, আসাদুদ্দিন ওয়েইসি, আজম খান ও বাকি সবাইকে রামমন্দির নির্মাণের দাবির সমর্থনে এগিয়ে আসার আবেদন করছি।
অযোধ্যায় রবিবার বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস-র আহ্বানে ধর্ম সংসদের আয়োজন করা হয়। লক্ষাধিক রামভক্তদের সামনে মন্দির তৈরি নিয়ে অধ্যাদেশ আনার দাবি জানায় আরএসএস। লোকসভা নির্বাচনের আগে সরকারের হাতে পড়ে রয়েছে শুধুমাত্র শীতকালীন অধিবেশন। এর মধ্যেই আইন তৈরির করার দাবি জানায় মোদী সরকারকে। অন্যদিকে গতকাল অযোধ্যায় রাম লালার দর্শন করে সপরিবারে পূজা দেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে | তিনি মোদী সরকার যেন হিন্দুদের ভাবাবেগ নিয়ে না খেলা করে বলে হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়েছেন, সরকার ক্ষমতায় থাকুক না থাকুক, রাম মন্দির তৈরি হবেই।
উদ্ধবের মন্তব্যে পাল্টা সমালোচনা করে উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, মন্দির আন্দোলনে শিবসেনার কোনও ভূমিকা নেই। মৌর্য যুক্তি দেন, উদ্ধবের রাম লালা নিয়ে ঝড় তোলায় আপত্তি নেই তাদের, তবে বাল ঠাকরে বেঁচে থাকলে উদ্ধবের এই কৌশলকে রুখতেন। অযোধ্যায় রাম মন্দির হবে কি-না তা অনেকটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর। প্রধানমন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন, সুপ্রিম কোর্টের উপর তাদের ভরসা আছে। ঐক্যমতের মাধ্যমেই তৈরি হবে রাম মন্দির। তবে উদ্ধব ঠাকরের উদ্যোগকে সর্মথন করলেন উমা ভারতী | তিনি অন্যদেরও রামমন্দির তৈরির জন্য এগিয়ে আসার আহ্বান জানান |