নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে আগামী ১০ ডিসেম্বর জাতীয় সড়ক ও রেল
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/11/INPT-300x200.jpg)
লাইন অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে আইএনপিটি৷ রাজ্যের তিনটি জায়গায় হবে এই অবরোধ৷ তবে বারো ঘন্টার এই অবরোধকে সফল করার জন্য আইএনপিটির তরফ থেকে সকল অংশের জনগণের কাছে আহ্বান জানানো হয়েছে৷ যে তিনটি জায়গাায় অবরোধ সংগঠিত করা হবে সেগুলি হল, হেজামারা, আমবাসা এবং বড়মুড়ার খামতিংবাড়িতে৷
শনিবার আগরতলায় দলের কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই আন্দোলন কর্মসূচীর ঘোষণা দিয়েছেন দলের রাজ্য সভাপতি বিজয় কুমার রাঙ্খল৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবী সময়োপযোগী৷ কারণ, এই বিলে যেসব বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে সেগুলি কোনওভাবেই মেনে নেওয়া যায়না৷ এই বিল কার্য্যকর করা হলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ভূমিপুত্ররা নানাভাবে ক্ষতিগ্রস্ত হবেন৷ তাই তারা এরাজ্যের উপজাতিদের জাতিসত্বার বিকাশে এই বিলকে কোন ভাবেই সমর্থন করবে না৷ তাদের প্রতিবাদ আন্দোলন জারী থাকবে৷ এদিকে, সামনে মাসে দলের কেন্দ্রীয় কমিটরি বৈঠক হতে চলেছে৷ এই বৈঠকে দল রণকৌশল চূড়ান্ত করবে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে৷