কালাবুগারি, ২৪ নভেম্বর (হি.স.) : অসংবিধানিক ভাবে জম্মু ও কাশ্মীরের বিধানসভা দেওয়া হয়েছে। এর জন্য রাজ্যপাল সত্যপাল মালিকের পদত্যাগ
দাবি করছি বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন লোকসভার সাংসদ তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/03/kharge-300x297.jpg)
শনিবার কর্ণাটকের কালাবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, বিধানসভা ভেঙে দিয়ে গণতন্ত্রের মজা উড়িয়েছেন রাজ্যপাল। সংখ্যাগরিষ্ঠ থাকা সত্বেও বিধানসভা ভেঙে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ সরকারের আমলে গণতন্ত্রের কোনও সুযোগ নেই। এই ঘটনার পর রাজ্যপালের উচিত পদত্যাগ করা।
গোটা বিষয়ে বিজেপি-কে দায়ী করে মল্লিকার্জুন খাড়গে বলেন, বৃহদ জোট তৈরি হওয়ার পর বিজেপি ভয় পেয়েছিল। তাই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়। গোটা দেশে পরিবর্তন চাইছে যুবসম্প্রদায়। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরামে নিশ্চিত ভাবে জয়ী হবে বিজেপি।
উল্লেখনীয়, ২১ নভেম্বর সকাল থেকে সরকার গড়ার জন্য পিডিপি-ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস মধ্যে তৎপরতা শুরু হয়। জোট গড়া নিয়ে তিনটি দলের মধ্যে আলোচনা চলতে থাকে। ওইদিন রাতের দিকে পিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখমন্ত্রী মেহবুবা মুফতি রাজ্যপালের কাছে সরকার গড়ার জন্য চিঠি পাঠায়। ফ্যাক্স মেশিন খারাপ থাকার জন্য চিঠি পায়নি রাজ্যপাল। পরে ওইদিনই বিধানসভা ভেঙে দেন তিনি।