![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/HANDCUFF-300x201.jpg)
দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার রাম গোপাল নায়েক জানিয়েছেন, ‘শুক্রবার রাতে দিল্লির তৈমুর নগর এলাকা থেকে পাঁচ বাংলাদেশির একটি গ্যাংকে গ্রেফতার করা হয়| দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার সঙ্গে এনকাউন্টার শেষে গ্রেফতার করা হয় পাঁচ বাংলাদেশিকে| তাদের মধ্যে দু’জন এনকাউন্টারে আহত হয়েছে| ভারতের বিভিন্ন প্রান্তে লুঠপাটের ঘটনার সঙ্গে জড়িত এই পাঁচ বাংলাদেশি|’ দিল্লি পুলিশ আরও জানিয়েছে, বহুদিন ধরেই তাদের খোঁজ চলছিল| অবশেষে পাকড়াও করা সম্ভব হল| এই গ্যাংয়ের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা চলছে|