ভোপাল, ২১ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল আম আদমি পার্টি (আপ)। দিল্লির মতো স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা প্রদান করার প্রতিশ্রুতি ইস্তেহারে দিয়েছে আপ।
ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মন্ত্রী তথা আপ নেতা গোপাল রাই, মধ্যপ্রদেশের আপ সভাপতি অলোক আগরওয়াল সহ অন্যান্য আপ নেতারা।
ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে গোপাল রাই বলেন, বেসরকারীকরণের ফলে মধ্যপ্রদেশের স্বাস্থ্য ও শিক্ষার একেবারে বেহাল দশা। গরিব এবং মধ্যবিত্তরা স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। মধ্যপ্রদেশে যদি আপ ক্ষমতায় আসে তবে লোকপাল নি্যুক্ত করা হবে। পাশাপাশি ভ্যাপম দুর্নীতির তদন্তও করা হবে। খনি দুর্নীতিরও তদন্ত করা হবে। দিল্লির মতোই স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে রাজ্যবাসীদের পরিষেবা প্রদান করা হবে। দিল্লিতে শহরাঞ্চলে মহোল্লা ক্লিনিক তৈরি করা হয়েছে। পঞ্চায়েতের হাসপাতালগুলিতে বিনামূল্যে ওষুধ, অস্ত্রোপচার এবং পরিক্ষানিরীক্ষা দেওয়া হয়। উন্নতমানের শিক্ষা পরিষেবা সরকারি স্কুলগুলিতে বিনামূল্যে দেওয়া হবে।
ইস্তেহারে কৃষকদের ঋণ মকুবর পাশাপাশি কৃষকদের জন্য ন্যা্য্য মূল্যের বিদ্যুৎ পরিষেবা প্রদানেরও অঙ্গীকার করা হয়েছে। উল্লেখনীয়, এই প্রথমবার মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন লড়ছে আপ। ২৩০টি আসনের মধ্যে ২০৮টিতে লড়বে অরবিন্দ কেজরিওয়ালের দল। আগামী ২৮ নভেম্বর হবে ভোটগ্রহণ।