জয়পুর, ১৯ নভেম্বর (হি.স.) : রাজস্থান বিধানসভা নির্বাচনে জয় ব্যাপারে নিশ্চিত প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলট। মানুষের আর্শীবাদ
আমাদের উপর ভোট হিসেবে ঝড়ে পড়বে বলে জানিয়েছেন তিনি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শচীন পাইলট জানিয়েছেন, আমাদের উপর মানুষের আর্শীবাদ রয়েছে। সেই আর্শীবাদ ৭ ডিসেম্বর ভোট হিসেবে ঝড়ে পড়বে। বিধানসভা নির্বাচনে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ দেওয়ার জন্য অশোক গেহলট এবং শচীন পাইলটের মতো দুই হেভিওয়েট নেতাকে নির্বাচনে দাড় করিয়েছে কংগ্রেস। এদিন মনোনয়ন পত্র জমা দেন অশোক গেহলট। সাদারপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন। অন্যদিকে টোঙ্ক বিধানসভা কেন্দ্র থেকে লড়বে শচীন পাইলট। এই বিষয়ে প্রদেশ সভাপতি জানিয়েছেন, টোঙ্ক-সহ গোটা রাজ্যের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়েও বসুন্ধরা রাজের বিরুদ্ধে কটাক্ষ করেন শচীন পাইলট। তিনি বলেন, বসুন্ধরা রাজের শাসনে রাজ্য পিছিয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী আজও উন্নয়ন নিয়ে নিজের রিপোর্ট কার্ড প্রকাশ করেননি।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/07/Sachin-Pilot-236x300.jpg)
অন্যদিকে, শচীন পাইলটের বিরুদ্ধে বিজেপি রাজ্যের বিদায়ী পূর্তমন্ত্রী ইউনিস খানকে টিকিট দিয়েছে। শেষ মুহূর্তে প্রার্থী তালিকায় বদল করে শচীন পাইলটদের বিরুদ্ধে ইউনিস খানকে দাড় করানো হয়েছে।