BRAKING NEWS

সেনাপ্রধানের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য আপ বিধায়কের, অবশেষে ক্ষমা চাইলেন ফুলকা

অমৃতসর ও নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে ক্ষমা চাইলেন আম আদমি পার্টি (আপ)-র বিধায়ক এইচ এস ফুলকা| রবিবার অমৃতসরে গ্রেনেড হামলার নেপথ্যে কারা জড়িত, তা নিয়ে নানা মহলে নানা মত| পার গুপ্তচর সংস্থা আইএসআই-এর জড়িত থাকার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না| পাশাপাশি পঞ্চাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মতে, খালিস্তানি জঙ্গিরাও এই হামলার নেপথ্যে থাকতে পারে| এরই মাঝে বিতর্কিত করে বসেন আপ বিধায়ক এইচ এস ফুলকা| তাঁর কথায়, ‘সেনাপ্রধান বিপিন রাওয়াত পঞ্জাবে এসেছিলেন, জঙ্গি হামলার শঙ্কা নিয়ে কথা বলেছিলেন| এমন তো হতেই পারে যে উনি নিজের কথা সত্যতা প্রমাণ করতে প্ল্যানিং করে এই কাজটি করেছেন|’
সেনাপ্রধান সম্পর্কে বেফাঁস এই মন্তব্য করার পরই ক্ষমা চাইলেন আর বিধায়ক এইচ এস ফুলকা| ক্ষমা প্রার্থনা করে তিনি বলেছেন, ‘আমার বক্তব্য পুরোপুরি ভুল বোঝা হয়েছে| দয়া করে গোটা ভিডিওটি দেখুন| সমস্ত বক্তব্য কংগ্রেসের বিরুদ্ধেই ছিল, শ্রদ্ধের সেনাপ্রধানের বিরুদ্ধে নয়| তা সত্ত্বেও, অসাবধানী মন্তব্যের জন্য আমি দুঃখিত|’ ফুলকার মন্তব্য প্রসঙ্গে আপ নেতা সঞ্জয় সিং বলেছেন, ‘নিজ বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ফুলকা| অসম্পূর্ণ মন্তব্যের ভিত্তিতে তাঁকে হেয় করা উচিত নয়| গত ৩৫ বছর ধরে ১৯৮৪ দাঙ্গা আক্রান্তদের হয়ে লড়াই করছেন তিনি, এ জন্য তাঁকে কৃতজ্ঞতা জানান উচিত|’ ফুলকার এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিতর্ক কিন্তু থামছে না| পঞ্জাবের কংগ্রেস বিধায়ক রাজকুমার ভেরকা বলেছেন, ‘কার নির্দেশে এমন ধরনের মন্তব্য করলেন ফুলকা? কেজরিওয়াল কি উত্তর দেবেন? সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য কেউ বরদাস্ত করবে না| ফুলকার বিরুদ্ধে আমরা এফআইআর রুজু করব|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *